বান্দরবানে ৬ হাজার গাছের চারা রোপণ

বিভিন্ন সংগঠনের কর্মসূচি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া বান্দরবানে রোপণ করা হয়েছে ৬ হাজার চারা।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে সড়কের সৌন্দর্য বর্ধণে ৬ হাজার গাছের চারা লাগানো হয়েছে। গতকাল আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে সড়ক সজ্জিতকরণ কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে গাছ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান বনবিভাগের পাল্পউড বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান, বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা প্রমুখ। আয়োজকরা জানায়, বান্দরবান জেলা প্রশাসন এবং বনবিভাগের পাল্পউড প্লাউটেশন উদ্যোগে আরণ্যক ফাউন্ডেশন কম্পাস সিএইচটি এফএল আর প্রকল্প সহযোগিতায় বান্দরবান রাঙামাটি, বাঙালহালিয়া সড়কের বাকিছড়া হতে ডুলুপাড়া পর্যন্ত সড়কের দুপাশে সজ্জিতকরণে প্রায় ফুল, ফল এবং বনজসহ ৬ হাজার গাছের চারা লাগানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পর্যটনের সম্ভাবনাময় জেলা হচ্ছে বান্দরবান। এখানে সড়কের সৌন্দর্য বর্ধণে সড়কের দুপাশের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বান্দরবান-কেরানীহাট, চট্টগ্রাম সড়কের পর এবার বান্দরবান-রাঙামাটি, বাঙালহালিয়া সড়কেও প্রায় ছয় হাজার বিভিন্ন প্রজাতিরগাছের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে অভ্যন্তরিন সড়কগুলোতেও সৌন্দর্য বর্ধনে গাছের চারা লাগানো হবে।

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি : মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বোয়ালখালীতে ক, খ ও গ জোনের সাংগঠনিক সংলাপ ও বৃক্ষরোপণ কর্মসুচি সম্প্রতি হক ভান্ডারী ইনস্টিটিউট মিলায়তনে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সমন্বয়ক মাস্টার জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য আবদুল আজিজ। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মদ ইউসুফ, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সদস্য নুরুল করিম নুরু, আবুল মনসুর, মুহাম্মদ নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ মোস্তফা কামাল, মুহাম্মদ নুরুল হক, মুহাম্মদ জানে আলম মাস্টার, মুহাম্মদ জামাল উদ্দিন, বেলাল মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শাখা কমিটির সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেটে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় চার শতাধিক গাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন নুরুজ্জামান, ব্যবসায়ী রবি হাসান, লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার, জিয়াউল হক আল-মালেকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডাবুয়া খালের ক্ষতিগ্রস্ত পাড় সংস্কারের উদ্যোগ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা