বান্দরবানে ২১৪৫ স্বেচ্ছাসেবকের জন্য সুরক্ষা ও উদ্ধার সামগ্রী হস্তান্তর

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ইউএসএইডের অর্থায়নে সক্ষমতা প্রকল্পের মাধ্যমে বান্দরবানের ২,১৪৫ জন স্বেচ্ছাসেবকের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বান্দরবানে রাজার মাঠ সংলগ্ন মিলনায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ড. অংশৈ প্রু, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কার্যালয় উপ-পরিচালক শামসুল ইসলাম, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান সদর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজেন্ডার ত্রিপুরা, বিএনকেএসের নির্বাহী পরিচালক হ্লা সিং নু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
পরবর্তী নিবন্ধএসএসসি ১৪ নভেম্বর ও এইচএসসি ২ ডিসেম্বর শুরু