বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে কিশোরের মৃ’ত্যু

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৮:১৯ অপরাহ্ণ

বান্দরবানে সাঙ্গু নদীর চরে খেলতে গিয়ে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম চিংমং উইন মারমা (১৫)। সে জেলা সদরের মধ্যম পাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমা ছেলে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

কিশোরের বাবা কোকোচিং মারমা জানান, কয়েকদিন ধরেই বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করার পরিকল্পনা করে আসছিল।

নিষেধ করার পরও সকাল পর্যন্ত ঘরেই ছিল। সবার চোখের আড়ালে কখন বেরিয়ে পড়ল টের পায়নি। কিছুক্ষণ পর মুঠোফোনে একজন জানালো ছেলে একজন পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে ডুবে গেছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের টানা দুই ঘন্টা চেষ্টায় ভাসমান অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্ধুদের দাবি, সাঙ্গু নদীর চরে কয়েক জন কিশোরের একদল ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে তাদের ক্রিকেট বলটি নদীতে চলে যায়। সাতারকেটে বলটি আনতে গেলে হঠাৎ নদীর পানিতে ডুবে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দু’ঘন্টা চেষ্টা চালিয়ে কিশোরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ বলেন, নদীতে পানিতে ডুবে মৃত এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান, সাঙ্গু নদীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যুর খবর পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুনে পাঁচ বসতঘর ভস্মিভূত
পরবর্তী নিবন্ধরামুর শীর্ষ অ’স্ত্র কারিগর বন্দুক কালু গু’লিতে নি’হত