ষষ্ঠতম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় বিজয়ী নয়জনকে বান্দরবানে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতে বান্দরবান স্থানীয় রাজার মাঠে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ীদের ৫০ হাজার টাকা, রৌপ্য পদক জয়ীদের ৩০ হাজার টাকা এবং তাম্র পদক জয়ীদের ২০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। এসময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় সিংক্যউ একক কাতায় স্বর্ণ, ক্যাডেট ৫৫ কেজি এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। রুইতুম ম্রো একক কাতায় স্বর্ণ, ক্যাডেট ৫৪ কেজি এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। আর নুমে মার্মা একক কাতায় রৌপ এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন।
এছাড়াও ছাইনুয়ই মার্মা একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় তাম্র পদক লাভ করেন। ক্যছাউ মারমা ক্যাডেট ৫২ কেজিতে রৌপ্য এবং দলীয় কাতায় তাম্র লাভ করেন। এছাড়াও রেংহিন ম্রো, টুম্পং ম্রো, প্রু ওয়াচিং মারমা, মেতওয়াইং মারমা, কারাতের বিভিন্ন ক্যাটাগরিতে তাম্র পদক লাভ করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।