বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের নাম মোহাম্মদ মারুফ ইসলাম (১৭)। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার মারমা বাজারস্থ এলাকা সাঙ্গু নদী চরে বন্ধুদের সঙ্গে খেলাধুলার পর সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় মারুফ ইসলাম। সে বালাঘাটা এলাকা মোহাম্মদ দিদার ইসলামের পুত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির পর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের বন্ধু বিজয় মল্লিক বলেন, নদীতে গোসল করতে নেমে কোনরকম সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও পানির স্রোতে নিখোঁজ হয় মারুফ। কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া কারণে নদীতে স্রোত বেশি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, এই স্টেশনে ডুবুরি না থাকায় পাশে জেলা রাঙামাটি ও চট্টগ্রাম বিভাগ থেকে ফায়ার স্টেশন ডুবুরি দলকে অবহিত করেছি। তবুও নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।