বান্দরবানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম এক হোতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম চিংসামং ওরপে রাহুল তঞ্চগ্যা (৩২)। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন। সে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের গুই খৈং এলাকার সাথিমং এর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর থেকে বান্দরবান জেলায় শতাধিকের বেশি মোটরসাইকেল চুরি হয়েছে। তারমধ্যে নভেম্বর মাসেই জেলা শহরে ১৭টি এবং সদর উপজেলায় ৩৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। আর শুধুমাত্র মেম্বার পাড়া থেকে গতসপ্তাহে চুরি হয়েছে ৫টি মোটরসাইকেল। আর এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় মোটরসাইকেল চুরি হয়েছে ২৮৭টি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, মেম্বার পাড়া এলাকায় বাসার গেইটের তালা ভেঙে পার্কিংয়ে থাকা ২টি মটর সাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত মো. সাঈদ। মোটরসাইকেল চুরির সাথে জড়িত চিংসামংকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও চিংসামংএর বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে।