বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ড দানোৎসব উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বান্দরবান খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু জেলা শহরের পাহাড়ি অধ্যুষিত উজানিপাড়া, মধ্যমপাড়া, জাদীপাড়াসহ আশপাশের এলাকাগুলো খালি পায়ে প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা, ভারপ্রাপ্ত পৌর মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম প্রমুখ।