বান্দরবানে বুনো শূকরের আক্রমণে গুরুতর আহত ১

আজাদী ডেস্ক | রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানে বুনো শূকরের আক্রমণে ম্রেনলেং ম্রো (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ম্রেনলেং ম্রো রোয়াংছড়ির ১২ মাইল এলাকার একটি ঝিরি থেকে পানি আনতে গেলে এ ঘটনা ঘটে। তিনি রোয়াংছড়ির ৬ নম্বর ওয়ার্ডের জামিনিপাড়ার বাসিন্দা।

আহত ম্রেনলেং ম্রোর ভাতিজা রুমলিং ম্রো জানান, পানি আনতে গিয়ে বুনো শূকরের আক্রমণ থেকে কোনোমতে প্রাণে বাঁচেন তিনি। পাশের জুমখেতে কর্মরত চাষিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক বোরহান উদ্দিনের কাছ থেকে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য এখান থেকে ম্রেনরেং ম্রোকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ পার্কিং পাহাড়তলীতে ২৮ যানবাহন আটক
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে ‘সমুদ্রের রাজা’ ঘোড়ামাছ