বান্দরবানে বিএনপির ৫ নেতা বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবানে উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অংশ নেওয়ায় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন, বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শিরীন আক্তার এবং লামা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকের হোসেন মজুমদার। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।

আগামী ৮ মে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা পরিষদ এবং ২১ মে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইলিশের পাকস্থলির অণুজীব বেশিরভাগই উপকারী
পরবর্তী নিবন্ধচলন্ত ট্রাকে চালকের মৃত্যু চাপা দিল প্রাইভেট কার