বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। হাতাহাতিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে বিএনপির ঐক্যবদ্ধ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে জড়ো হয়। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনৃষ্ঠানের বিস্তৃতি ট্রাফিক মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময়ে হঠাৎ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একে অপরকে কিলঘুষি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে তা জনসভাস্থলের ভিতরেও ছড়িয়ে পড়ে। এ সময় জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রেজাসহ সিনিয়রদের হস্তক্ষেপ এবং পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে আবার দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, সদস্য সচিব মো জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, লুসাই মং, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার প্রমুখ।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চনুমং মারমা ও জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন, সমাবেশ ঘিরে মঞ্চে সামনে বিভিন্ন সংগঠনের হাতাহাতির ঘটনা হয়েছে। র‌্যালি শেষে বাইরে মারামারি হয়েছে সেটা দেখতে পেয়েছি। সেখানে স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদলের মধ্যে হাতাহাতি হয়েছে আর কেউ কেউ তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। এটি বিচ্ছিন্ন একটি ঘটনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা উপপরিদর্শক আলাউদ্দিন জানান, দলের মধ্যে ভুল বোঝাবুঝি কারণে বাকবিতণ্ডা হয়েছে। পরে দলের সিনিয়র নেতাকর্মীরা আবার শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সেই কলেজ ছাত্রীর মৃত্যু, পুলিশ হেফাজতে দুই তরুণ
পরবর্তী নিবন্ধসিন্ডিকেট চক্রের মূল হোতা গ্রেপ্তার