বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানের কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে মুক্ত মঞ্চের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইয়ুব খান, সরোয়ার জামান, শামীম হোসেন, মোরশেদ বিন ওমর, শহীদুল ইসলাম প্রমুখ।

জসিম উদ্দিন তুষার বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির অফিস ভাঙচুরে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যতায় আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে খুঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। তিনি বলেন, প্রশাসনআইনশৃংখলা বাহিনীরা কোথায়? এখনো কীভাবে বিগত সরকারের আমলের জুলুমবাজরা প্রকাশ্যে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে।

প্রতিবাদ সমাবেশের সভাপতি নুরুল ইসলাম বলেন, লুটপাট, ভাঙচুর, দখলের চরিত্র বদলায়নি আওয়ামী লীগের দোসররা। মূল হোতারা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টদের দোসরা আজও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে স্ব স্ব এলাকায়। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংক করা হবে : গভর্নর
পরবর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে ১০ হাজার কচ্ছপের বাচ্চা অবমুক্ত