বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য শূকরের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় জুম ঘরে বন্য শূকরের আক্রমণে আবু বক্কর সিদ্দিক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা এলাকার আবুল বশরের পুত্র। কয়েকদিন আগে কচ্ছপিয়া থেকে ঘর নির্মাণের জন্য তারা ৪/৫ জন পাহাড়ে বাঁশ এবং খুটি কাটতে গিয়েছিল। সেখানে গতকাল ভোরবেলায় বন্য শূকরের আক্রমণে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, বন্য শূকরের আক্রমণে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।