বান্দরবানে উন্নত চিকিৎসা সেবার সুবিধার্থে রোগী পরিবহনে ভোগান্তি কমাতে গরিব রোগীদের হাসপাতালে যাতায়াতে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্স চালু করেছেন পার্বত্য নাগরিক পরিষদ। গতকাল রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানের উদ্যোগে দেয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্টহাউজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিন, মাধবী মারমা, খুরশিদা ইসহাক‘সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই বলেন, সামর্থ্যবান সকল ব্যক্তি–প্রতিষ্ঠানের জনস্বার্থে কল্যাণকর এ ধরনের মহতি কর্মকান্ডে এগিয়ে আসা উচিত। বান্দরবানবাসীর সেবায় ব্যক্তি উদ্যোগে সুলভমূল্যে রোগীদের বহনের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেবা পাহাড়ের গরিব অসহায় মানুষের জন্য রোগী পরিবহনে ভোগান্তি কমবে।