বান্দরবানের থানচিতে ইঞ্জিন নৌকার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সামংগ্য ত্রিপুরা। থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার পুত্র। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের পদ্মমুখ এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটো ইঞ্জিন নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নৌকার মাঝির মৃত্যু হয়। নিহতের নাম সামংগ্য ত্রিপুরা। থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার পুত্র। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত থানচি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নৌকার পাখায় তার গলা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়ায় রক্তকরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, ইঞ্জিন নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকার পাখায় কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের আইগত ব্যবস্থা নেয়া হবে।