বান্দরবানে দম্পতির ওপর ভাল্লুকের আক্রমণ, কামড়ে দিল স্ত্রীকে

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ি সড়কে হেঁটে যাওয়ার পথে এক দম্পতির ওপর ভাল্লুক আক্রমণ করলে স্বামী অক্ষত থাকলেও কামড়ে আহত হয়েছেন স্ত্রী। আহতের নাম ইস্টার বম (৩২)। তিনি টংকাবতী ইউনিয়নের লাইরুনপি পাড়ার বাসিন্দা প্রাণ জুয়াল বমের স্ত্রী। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

জন প্রতিনিধি ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চিম্বুকবান্দরবান প্রধান সড়কের চিম্বুক বাগান পাড়া এলাকায় বাড়িতে ফেরার পথে হঠাৎ একটি ভাল্লুক স্বামীস্ত্রীর ওপর আক্রমণ করে। এসময় ভাল্লুকের আক্রমণে ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত নারী ও তার স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ভাল্লুকটি জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ইস্টার বমকে উদ্ধার করে বান্দরবান শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

আহতের স্বামী জুয়াল বম বলেন, নীলগিরি সড়কের এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখে নিজেদের গ্রাম লাইরুনপি পাড়ায় পায়ে হেঁটে প্রধান সড়ক পথে ফিরছিলাম আমরা। হঠাৎ ভাল্লুক আক্রমণ করলে আমি নিজেকে নিরাপদ রাখতে পারলেও কামড়ে মারাত্মক আহত হয়েছে স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ জানান, ভাল্লুকের কামড়ে আহত নারী ইস্টার বম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গোয়াল ঘর থেকে সাড়ে ৫ লাখ টাকার ৪টি গরু চুরি
পরবর্তী নিবন্ধকবি নজরুল একাডেমি চট্টগ্রামের দুই দিনব্যাপী শিশু উৎসব