বান্দরবান রুমায় সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইনচং ম্রো (১৬)। এ ঘটনায় আরো দুই আরোহী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান–রুমা সড়কের তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকায় মোটর সাইকেল আরোহীরা দলিয়ান পাড়া যাবার পথে মালবাহী জিপগাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত ৩ মোটর সাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইনচং ম্রো (১৬) কে মৃত ঘোষণা করেন। তিনি রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দার চিংয়েন ম্রোর ছেলে। আহত অন্য দুজন হলেন, মেন রাক ম্রো (১৪) এবং তংক্লা ম্রো (১৬)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাতদের ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।