বান্দরবানে চোর চক্রের সদস্য গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানে চুরির ঘটনায় মংহ্লা সিং মারমা (২০) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বিষয়টি জানান।

পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বিকেলে বান্দরবান শহরের উজানীপাড়া এলাকার মেথুইচিং মারমার বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ সাড়ে ৬৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় যুবকটি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে শনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ওই যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির কথা স্বীকার করে। তার কাছ থেকে নগদ সাড়ে ৬৩ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ও ৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্র নারীদের এফপিএবি চট্টগ্রাম শাখার আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্টদের সাথে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা