বান্দরবানে চালু হলো শিশু পার্ক

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

অবশেষে বান্দরবান শিশু পার্ক চালু হয়েছে। গতকাল মঙ্গলবার বান্দরবান শহরের সেগুনবাগিচা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, প্রকৌশলী ইয়াছির আরাফাত, পৌর কাউন্সিলর সৌরভ দাস শেখর, মোহাম্মদ আলী, সদর থানার ওসি শহীদুল ইসলাম প্রমুখ। জানাগেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৭ সালে শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধন্যায় বিচারে বাড়বে গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শ্রমিকের আত্মহত্যা