বান্দরবানে গাছের পেরেক অপসারণে মাসব্যাপী কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বান্দরবানে বৃক্ষের সুরক্ষায় সড়কের বিভিন্নস্থানে গাছে পেরেক ঠুকে লাগানো সাইনবোর্ডপেরেক অপসারণে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা শহরের তিন নম্বর স্ট্যান্ডের বটতল এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক। কর্মসূচি উদ্বোধনের বাসস্ট্যান্ডে দুটি বটবৃক্ষসহ আশপাশের গাছগুলোতে লাগানো সাইনবোর্ড অপসারণ করা হয়। গাছে ঠুকানো সব পেরেক তুলে নেন বনবিভাগের লোকজন।

এসময় অন্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, মো. আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এমএম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিমসহ পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক বলেন, গাছ পরিবেশে অক্সিজেন সরবরাহ করে। পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। গাছ ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, বনবিভাগের উদ্যোগে বৃক্ষ সুরক্ষায় মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি গাছের গুরুত্ব সবার কাছে তুলে ধরতে স্থানীয় জনসাধারণদেরও এই আয়োজনে শামিল করেছে বনবিভাগ। গাছে পেরেক ঠুকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধরমজানে গরিব প্রতিবেশীদের সাথে ভাগ করে খাবেন : হেলালী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় দুইদিনে অসুস্থ দেড় হাজার, মৃত্যু ২