বান্দরবানে করোনাকালে মানবসেবায় সম্মাননা ক্রেস্ট প্রদান

ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের যুগপূর্তি

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৩৯ অপরাহ্ণ

‘মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের এক যুগপূর্তি উৎসব পালন করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সংগঠনের সভাপতি আহ্সানুল আলম রুমুর সভাপতিত্বে স্থানীয় অরুন সারকী টাউন হল মিলনায়তনে অন্যান্যদের মধ্যে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদ্দুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বক্তব্য রাখেন। সঞ্চালক ছিলেন ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের সাধারণ সম্পাদক এন এ জাকির।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের পক্ষে করোনা মহামারীতে মানবসেবায় এগিয়ে আসা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
সংগঠনের কর্মকাণ্ডের গতিশীলতা আনতে পার্বত্য মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজশনে জুলুসে লাখো মানুষের ঢল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১