সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার স্থানীয় রাজার মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, শামসুল ইসলাম প্রমুখ।
চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বিএনপি-জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের যে কোন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র দেশের মাটিতে সফল হতে দেয়া হবে না।