বান্দরবানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৩ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদুখালের পাশের একটি রবার বাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত আস্তানা থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রবার বাগানের খামার বাড়িতে অস্ত্র ও সরঞ্জাম মজুদ রেখে অপরাধ করার পরিকল্পনা করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র, সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪৫ লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার ২