বান্দরবানের থানচিতে ছাত্রের মৃতদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে নিখোঁজের ৭ দিন পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বলিপাড়া এলাকায় সাঙ্গু নদীতে জলজগাছের ঝোঁপঝাড়ে মৃতদেহটি পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত ১ জুলাই থানচি উপজেলার হদতীন্দু ইউনিয়নের পদ্ধঝিড়ি এলাকায় বৃষ্টিতে সাঙ্গু নদীর স্রোতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিন নিখোঁজের ৭দিন পর শান্তি রানি ত্রিপুরা নামে এক ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি এলাকায় সাঙ্গু নদীতে জলজগাছের ঝোপঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। তবে আরেক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়নি। ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, নিখোঁজের ৭দিন ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি এলাকায় সাঙ্গু নদীস্থ ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এক ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে সাঙ্গু নদীতে জলজ ঝোপঝাড়ের ভিতরে। সাতদিন আগে থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া দুজনের একজন ছাত্রটি। অপরজনের খোঁজ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধনারীকণ্ঠের আয়োজনে মোহছেনা ঝর্ণার গল্পগ্রন্থের আলোচনা