বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় মাদক এক চোরাকারবারী নিহত এবং দুই বিজিবি সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি আমবাগান এলাকায় মিয়ানমার সীমান্ত পেরিয়ে দেশে মাদকের বড় চালান নিয়ে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাথে মাদক চোরাকারবারিদের গোলাগুলি হয়। এতে মাদক পাচারকারীরা পিছু হটে পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক মাদক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের নাম মোহাম্মদ ইব্রাহিম (৩০)। সে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রিত সৈয়দ আলমের ছেলে। এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৮০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম সীমান্ত পথে মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এসময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে। বিজিবিও পাল্টা গুলি ছুঁড়লে দুপক্ষের গোলাগুলিতে এক মাদক পাচারকারীর মৃত্যু হয়। বিজিবির দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়া চলছে।