বান্দরবানের ইউপি চেয়ারম্যান ছেলেসহ নগরীর পাহাড়তলীতে গ্রেপ্তার

লামা প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:২৯ অপরাহ্ণ

পার্বত্য বান্দরবান লামা উপজেলার আজিজনগর ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন (৫২) এবং তার ছেলে হাসান নিহাল (৩০)- কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

গ্রেপ্তার জসিম উদ্দিন লামা উপজেলার আজিজনগর ইউপির সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার ছেলে হাসান নিহাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সরকার পতনের পর তারা আত্মগোপন ছিলেন। আজ গোপন তথ্যের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে সাতকানিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধছাত্রশিবিরে কেউ দখল–চাঁদাবাজির জন্য আসে না : নুরুল ইসলাম সাদ্দাম