বান্ডেল রোড মহল্লায় ১২ দিনব্যাপী মিলাদুন্নবী (দ.) মাহফিল শুরু

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (.) উপলক্ষে নগরীর পাথরঘাটা বান্ডেল রোড মহল্লা কমিটির উদ্যাগে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। ১২ দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের নির্দিষ্ট বিষয় ‘শরীয়তের দৃষ্টিতে পিতা মাতার মর্যাদা’ শীর্ষক আলোচনায় মাওলানা ছৈয়দ মহিউদ্দিন আল কাদেরী বলেন, ইসলামে পিতামাতার মর্যাদাকে গুরুত্ব দেয়া হয়েছে। যারা এদের অবহেলা ও অমর্যাদা করবে তাদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। তাই পিতা মাতার অবাধ্যতায় আল্লাহ ও রাসুল সঃ এর সান্নিধ্য লাভ কখনো আশা করা যায়না। সংগঠনের অর্থ সম্পাদক সুফি মো মোরশেদুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি সুফি শেখ জাহিদ হোসাইন। সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল আলম মনসুর উপস্থিত ছিলেন। মহল্লা কমিটির মিলাদুন্নবী (.) মাহফিল প্রস্তুতি সভা মহল্লা কমিটির সভাপতি সুফি শেখ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মোসলেম উদ্দন আহমেদ, হাবিবুল আলম মনসুর, মো. জাহেদ হোসেন, মো. মোরশেদুল আলম,মোক্তার হোসেন, মো. ফছিউল আলম, জাহের মো. আলাউদ্দিন খান, দিদারুল আলম এবং মামুনুর রশিদ বাবলু প্রমুখ। শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে লে.জেনারেল হারুন স্মরণ সভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দরিদ্ররা পেলেন বিজিবির ঢেউটিন ও আর্থিক অনুদান