প্রকৃতির রোষানলে বান ভাসি দেশ
ঘর দোর চাষ বাস সব কিছু শেষ।
ওপারের জলও এসে এপার ভাসায়
ছলে বলে কৌশলে উল্টো শাসায়!
এ জনমে এত জল দেখেনিতো কেউ
চারিদিকে থৈ থৈ সাগরের ঢেউ!
চাল নেই চুলো নেই পেটে নেই দানা
কষ্টের শেষ কবে নেই কারো জানা!
হতাশার মাঝেও জ্বলে লাখো লাখো দীপ
নতুন প্রজন্ম ওরা সাহসী অতীব।
দুর্গত মানুষের দ্বারে দ্বারে তারা
এমন দৃশ্য বিরল পৃথিবী জোড়া!
প্রতিবেশী বড় ভাই বড় বড় কথা
দুই হাতে ভরে নেয় দিতে লাগে ব্যথা!
অসময়ে জল দেয় প্রয়োজনে তালা
যত কাঁদি শোনে না সে হয় বোবা কালা!
তিস্তা ও ফারাক্কার জল নিয়ে খেলা
আরো আছে কত কত শুধু হেলা ফেলা,
দেশপ্রেমে এক জোট নতুন বাংলাদেশ
আর নয় ছাড় দেয়া নতজানু বেশ!