সকালের আদেশে বদলি করা হলেও রাতে আরেক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজি মনিরুল ইসলামকে; একইভাবে বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে। গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
একই দিন পৃথক দুই প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। খবর বিডিনিউজের।
ক্ষমতার পালাবদলের মধ্যে গতকাল সকালে মনিরুলসহ তিন অতিরিক্ত আইজিসহ ৫১ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তিন আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর রাতে মনিরুলকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রজ্ঞাপন এল।
স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি বিধানের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড ১) মনিরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল।
এর আগে গতকাল সকালে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত কর্মকর্তা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামকে এসবি থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। অপরদিকে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরকার পতনের পর গত ৭ অগাস্ট সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ–পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম পরবর্তী আইজিপি হতে পারেন বলে পুলিশের মধ্যে অনেক দিন থেকেই আলোচনায় ছিলেন। গোপালগঞ্জের এই কর্মকর্তা পুলিশের একটা অংশকে অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করছিলেন বলে তার সহকর্মীদের ভাষ্য। অপরদিকে স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত অতিরিক্ত আইজি হাবিবুর রহমানকে অবসরে পাঠানোর জারি করা প্রজ্ঞাপনটিও ভাষ্যও একই রকম।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসছে। পরদিনই শেখ হাসিনার নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে। এছাড়া ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন–অর–রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে। সেদিনই ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ–পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানকে ২০২৩ সালের সেপ্টেম্বরে ডিএমপি কমিশনার করা হয়। সপ্তদশ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ ক্যাডারে সরকারি চাকরি শুরু করা এই কর্মকর্তা এর আগে ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে ছিলেন। এর আগে ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর), ঢাকা জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন), ঢাকা রেঞ্জের ডিআইজিসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।