বাধা ডিঙিয়ে যারা এগিয়ে যেতে পারে তারা সফল উদ্যোক্তা

কফি ইউথ চেম্বার শীর্ষক সভায় মাহবুবুল আলম

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার তরুণ উদ্যোক্তাদের নিয়ে ‘গ্লোবাল এন্ট্রাপ্রিনিয়ারশীপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ’র সাথে ‘কফি ইউথ চেম্বার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভায় প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এছাড়া জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান অনলাইনে অংশগ্রহণ করেন। চেম্বার পরিচালক ও চেম্বারের আরএন্ডডি সাব-কমিটির ডিরেক্টর ইনচার্জ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট্রেশনের মাধ্যমে জিইএন’র সামগ্রিক কর্মকাণ্ড এবং গ্লোবাল এন্ট্রাপ্রিনিয়ারশীপ সপ্তাহ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জিইএন কান্ট্রি ডিরেক্টর কে এম হাসান রিপন।

এ সময় চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব, চবির অধ্যাপক রেজাউল করিম, আইইউবির অনারারী সম্পাদক শহিদুল আলম, ইউনিভার্সাল এগ্রো কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. টিপু সুলতান শিকদার, র‌্যাংকস এফসি প্রোপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন, সৌমেন কানুনগো ও অঞ্জলি সেন গুপ্ত বক্তব্য দেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), চেম্বারের আরএন্ডডি সাব-কমিটির সদস্য মো. আবু হোরায়রা, জুনিয়র চেম্বারের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, উইম্যান চেম্বারের পরিচালক সাহেলা আবেদীন ও চট্টগ্রাম মহানগর শপ ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি জালাল আহম্মদ রোম্মানসহ বিভিন্ন সেক্টরের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, চাকরিজীবী হওয়া সহজ কিন্তু উদ্যোক্তা হওয়া কঠিন। উদ্যোক্তা হতে হলে শুরুতেই আসবে বাধা বিপত্তি। এসব বাধা বিপত্তি অতিক্রম করে যারা এগিয়ে যেতে পারে তারা হয়ে ওঠে সফল উদ্যোক্তা।

ভৌগোলিক কারণে চট্টগ্রামের মানুষ ব্যবসায়ী। ব্যবসা শিখতে হলে মাঠ পর্যায়ে নেমে সক্রিয়ভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। এতে কে কি বললো তা গায়ে না মেখে কোন কাজকে ছোট মনে না করে এগিয়ে যেতে পারলে হওয়া যাবে সফল উদ্যোক্তা। তবে শুরুতে সফল হবে এমন ভাবা ঠিক নয়। ব্যর্থতার মাধ্যমেই সফলতার মুখ দেখে নতুন উদ্যোক্তারা। তাই কারো কাছ থেকে দেখে নয়, নতুন কিছু করার চেষ্টার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহবান জানান চেম্বার সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা ফজলুল্লাহ ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ
পরবর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় আইনের ছাত্র-ছাত্রীদের বেশি ভূমিকা রাখতে হবে