বরিশাল নগরের সরকারি বরিশাল কলেজের ছাত্রী মিম আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে নগরের পলাশপুরের জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এসআই নাইম আহম্মেদ। মিম আক্তার (১৪) সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পলাশপুর এলাকার মিলন হাওলাদারের মেয়ে। খবর বাংলানিউজের।
মিমের মা রেনু বেগম জানান, ভোরে ঘুম থেকে মেয়ের রুমে গিয়ে দেখতে পান সেখানে কেউ নেই। পরে বাথরুম ভেতর থেকে আটকানো দেখে তালা ভেঙে গলায় দড়ি দেওয়া মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। কাউনিয়া থানার এসআই নাইম আহম্মেদ বলেন, আমরা গিয়ে বাথরুমের দরজা ভেঙে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








