বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচ হৃদয়ে ৯৮ এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। গত ১৩ জানুয়ারি আড়ম্বরপূর্ণ পরিবেশে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হৃদয়ে ৯৮ র সভাপতি ক্যাপ্টেন নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ হৃষিকেশ ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল ও খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দার। আইআইইউসির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদুল আলম ও সিএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাবেরী দের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, প্রধান শিক্ষক কে এম মঈন উদ্দীন রাসেল, ব্যাংকার বেলালুর রহমান, ব্যাংকার মনিউল আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াজেদ, শ্যামল রুদ্র প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাচের নাম সম্বলিত ক্রেস্ট প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি ক্যাপ্টেন নূর মোহাম্মদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ শেষে রজতজয়ন্তী উদযাপনের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।