বাণিজ্যে গতি-স্বচ্ছতা নিশ্চিতে কর্ণফুলী ও কোরিয়ান ইপিজেডে আলাদা অফিস কোড

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোকে আলাদা অফিস কোড দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা চট্টগ্রাম ইপিজেডের অন্তর্ভুক্ত অবস্থা থেকে কর্ণফুলী ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডকে আলাদা করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে গত ১৭ নভেম্বর জারিকৃত এক সার্কুলারে পৃথকীকরণের এই নির্দেশনা প্রদান করা হয়।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কাস্টমস হাউজের নিয়ন্ত্রাণাধীন চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) অফিস কোড- ৩০৩ এর আওতায় বন্ডেড প্রতিষ্ঠানসমূহের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়। একই কোড ব্যবহার করে কর্ণফুলী ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডের কার্যক্রমও পরিচালিত হচ্ছিল। এতে শুল্কায়নসহ কাস্টমস সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে প্রতিপালনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। এসব সমস্যা থেকে উত্তোরণের লক্ষ্যে তিনটি ইপিজেডকে পৃথক কোডে চিহ্নিত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সার্কুলার অনুযায়ী, সিইপিজেডের কোড- ৩০৩, কর্ণফুলী ইপিজেডের অফিস কোড- ৮০৫ এবং কোরিয়ান ইপিজেডের অফিস কোড- ৮০৬ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর থেকে কর্ণফুলী এবং কোরিয়ান ইপিজেডের সকল ধরনের শুল্কায়ন কার্যক্রম আলাদা অফিস কোড ব্যবহার করে সম্পন্ন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের এই নির্দেশনা ইতোমধ্যে চট্টগ্রাম কাস্টমসকে জানিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধপাতিলে পাতিলে মাংস-কোপ্তা বিএনপি ভালোই আছে : কাদের