বাড়ির সামনেই শিক্ষিকার প্রাণ কেড়ে নিল ঘাতক পিকআপ

রামু প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বাড়ির সামনে ফুলের বাগান পরিচর্যা করছিলেন স্কুল শিক্ষিকা ইমারী রাখাইন। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা পিকআপ চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হতভাগ্য এ শিক্ষিকা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে রামুমরিচ্যা সড়কের অফিসেরচর গ্রামে নিজ বাড়ির সামনেই এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমারী রাখাইন (৪৯) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং এর মেয়ে। নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

নিহতের ছেলে কঙবাজার সিটি কলেজের ৩য় বর্ষের ছাত্র উএমং রাখাইন জানিয়েছেনসকালে মা বাড়ির সামনে সড়কের পাশে ফুলের বাগান পরিচর্যা করছিলেন। এ সময় রামু অভিমুখি দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে এসে মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা প্রাণ হারান। ঘটনার পর স্থানীয়রা ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, স্কুল শিক্ষিকা ইমারী রাখাইন ১ ছেলে, ১ মেয়ের জননী। বড় সন্তান (ছেলে) কঙবাজার সিটি কলেজে অনার্স ৩য় বর্ষে পড়েন এবং মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধসংঘর্ষ মিয়ানমারে, গুলি এসে পড়ল টেকনাফে
পরবর্তী নিবন্ধনতুনদের ওপরই জোর আওয়ামী লীগের