বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া রিপা পেল জিপিএ ৪.৯৪

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছিল রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিপা আক্তার। গতকাল প্রকাশিত ফলাফলে রিপা পাশ করেছে জিপিএ ৪.৯৪ পেয়ে। এমন ফলাফলে আনন্দের মধ্যে তার চোখে জল বাবা হারানোর বেদনায়।

বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল রিপা। পারিবারিক প্রতিকূলতার মধ্যে এমন ফলাফলে খুশি তার স্কুল রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিবারে ৩ ভাই ১ বোনের মধ্যে রিপা সবার বড়।

গত ২১ ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রিপার বাবা আহমদ নবী (৪৫) মারা যান। ২২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেদিন রিপা তার বার লাশ ঘরে রেখে পরীক্ষায় অংশ নেয়।

রিপা আক্তার বলেন, সে দিন চোখের পানি মুছে ৩ ঘণ্টার পরীক্ষা শেষে যখন বাড়ি ফিরেছিলাম তখন আমার বাবা মাটির কবরে শায়িত। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমি ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়েছি। আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। রিপা বলেন, বাবার স্বপ্ন পূরণে পরিবারের ছোট ভাইবোনদের হাল ধরতে পড়ালেখা চালিয়ে যাবো। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।

রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, এতো প্রতিকূল অবস্থায় বাবাকে হারিয়েও রিপা আক্তার জিপিএ ৪. ৯৪ ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে সে আরো ভালো রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধরহস্যজনক আগুনে দগ্ধ ডাব বিক্রেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধ৫শ’ একর ভূমির প্রতীকী মূল্য ৩ কোটি ৩ টাকা পরিশোধ