দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) উদ্যোগে জাতীয় বাজেটের উপর অনলাইন সিপিডি অনুষ্ঠান গত ১১ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার একেএম মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সেশন চেয়ারম্যান ছিলেন আইসিএমএবি’র সচিব এবং কাস্টমস ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ আরিফ এবং বিএসআরএম স্টিলস লি. এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোকলেসুর রহমান আকতার। এতে প্রধান অতিথি বাজেটের বাস্তবায়নে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং বেসরকারি খাতের উন্নয়নের উপর গুরুতা্বরোপ করেন। চট্টগ্রামের বিপুল সংখ্যক ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিবিসি’র সেক্রেটারি আসাদুর রহমান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিবিসি’র ভাইস চেয়ারম্যান কাঞ্চন চন্দ্র সোম। প্রেস বিজ্ঞপ্তি।