বাজার মনিটরিং জোরালো করার নির্দেশ প্রধানমন্ত্রীর

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

পণ্যের পর্যাপ্ত সরবরাহের পরও মূল্য বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং আরও জোরালো করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৈঠকের আলোচ্য সূচি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বাজার মনিটরিংয়ের বিষয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠোরভাবে বলেছেন। বাজারে পণ্যের সরবরাহে কোনো সংকট না থাকা সত্ত্বেও পণ্যমূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং করতে বলেছেন। খবর বিডিনিউজের।

এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, মূলত বিষয়টা হচ্ছে সামনে কোরবানির ঈদ আসতেছে। এসব ফেস্টিভাল আসলে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে। আমরা যেন প্রাইসিংটা ঠিক রাখি এবং বাজারটায় নজরদারি রাখি সেটা বলেছেন। নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে বলেননি। সার্বিকভাবে বাজারে যেন অযৌক্তিকভাবে কোনো জিনিসের দাম না বাড়ে সেই নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৭৮৬