বাঙালি মেয়ের সঙ্গে মোশাররফের প্রেমের কাহিনি

আজাদী ডেস্ক | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

ঘটনাবহুল জীবন পারভেজ মোশাররফের। কেমন ছিলেন তিনি? কেমন ছিল তার ব্যক্তিগত জীবন? আর কেমন ছিল তার প্রেমের জীবন? সেই কথা নিজের আত্মজীবনীমূলক বইয়ে লিখেছেন তিনি। সেখানে বলেছেন এক বাঙালি মেয়ের সঙ্গে তার প্রেমের কাহিনি। ভাষার বাধা ছিল, কিন্তু তা মনের বাধা হয়নি।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের শাসক ছিলেন পারভেজ মোশাররফ। ২০০৬ সালে তার আত্মজীবনীমূলক বই ‘ইন দ্য লাইন অব ফায়ার : আ মেমোয়ার’ প্রকাশিত হয়। সেখানে জীবনের নানা কথা তুলে ধরার পাশাপাশি নিজের প্রেমিক সত্তাও পাঠকের সামনে তুলে ধরেন।

তিনি জানান, তার দ্বিতীয় প্রেমিকা ছিলেন এক বাঙালি মেয়ে। যদিও সেই প্রেম ব্যর্থ হয়।

আত্মজীবনীতে মোশাররফ লেখেন, ও এখন সুখী দাম্পত্য কাটাচ্ছে। থাকে বাংলাদেশে। কিন্তু ওই বাঙালি প্রেমিকার নাম কখনো জনসমক্ষে আনেননি তিনি। দ্বিতীয় প্রেমিকাকে নিয়ে আত্মজীবনীতে যে কয়েক লাইন লিখেছেন, সেখানে শুধু ‘বাঙালি’ শব্দের উল্লেখ রেখেছেন। আর জানিয়েছেন কীভাবে এই প্রেম হয়েছিল।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জানান, বাঙালি মেয়ের সঙ্গে প্রেমের আগে অন্য একটি সম্পর্কে ছিলেন তিনি। সেটা কিশোর বয়সের ভালো লাগা। ভালোবাসা কিনা বুঝতে না বুঝতেই ‘প্রথম প্রেমিকা’ তার জীবন থেকে হারিয়ে যায়। দ্বিতীয় প্রেম অর্থাৎ বাঙালি তরুণীর সঙ্গে তার প্রেমকে প্রথমের চেয়ে অনেক বেশি গভীর বলে উল্লেখ করেছেন তিনি।

কিশোর প্রেমের আখ্যানে মোশাররফ লিখেছেন কীভাবে লুকিয়ে প্রেমিকাকে চিঠি পাঠাতেন। কীভাবে তার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে থাকতেন। ওই বাঙালি প্রেমিকা তার প্রতিবেশী ছিলেন। করাচির গার্ডেন রোডে পাশাপাশি বাড়ি ছিল তাদের। যাতায়াতের পথে পরিচয় এবং মন দেওয়ানেওয়া।

দ্বিতীয় প্রেমিকাকে নিয়ে তিনি লেখেন, ও ছিল সুন্দরী এবং বাঙালি। পূর্ব পাকিস্তানে (তৎকালীন) ওদের বাড়ি। তিনি জানান, তার এই দ্বিতীয় প্রেমের সমাপ্তি ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত। সবচেয়ে খারাপ ব্যাপার হলো মেয়েটির পরিবার আচমকা পূর্ব পাকিস্তান (তৎকালীন) চলে গেল। আর সেখানেই শেষ হলো প্রেম।

পূর্ববর্তী নিবন্ধচালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট, পরে চাঁদা দাবি
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু