বাঙালি ঐতিহ্য চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসবের সমাপনীতে ড. মুনতাসীর মামুন

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ধর্মের গোড়ামিতে আমাদের সংস্কৃতির জায়গা দখল হয়েছে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ও লেখক ড. মুনতাসীর মামুন। তিনি বলেন, এই দখল রুখতে চর্চা করতে হবে আমাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্য। সেই জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে ‘চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ও বইমেলা’র সমাপনী আয়োজনে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান লুবা নাহিদ চৌধুরী। এর আগে সকালে ‘চট্টগ্রামের লোক মেলা’ শীর্ষক সেমিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ড. মোহাম্মদ শামসুদ্দিন শিশিরের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন নাট্যজন কবি শিশির দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সুভাষ দে। সভাপতির বক্তব্যে শিশির দত্ত বলেন, নানা বৈচিত্র্যময় ঘটনার মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতির বিকাশ ঘটেছে। চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিরা চট্টগ্রামকে অবহেলা করেছে, এই অবহেলার কারণে চট্টগ্রাম তার নিজস্ব সংস্কৃতিতে হারিয়ে ফেলেছে। এ সময় বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ, . আজাদ বুলবুল, . শ্যামল কান্তি দত্ত প্রমুখ। সন্ধ্যায় ভারতের রাজস্থানের সংগীত দল ‘জয়সিলমির বিট’ এর মনোমুগ্ধকর উপস্থাপনায় শেষ হয়েছে হাটখোলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ও বইমেলার তিন দিনের সব আয়োজন। এতে অংশ নেওয়া দেশের এবং দেশের বাইরের শিল্পী, সাহিত্যিক, যন্ত্রশিল্পী, কবি, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, বুদ্ধিজীবিসহ আনুমানিক চারশোরও বেশি ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিভিন্ন সেমিনার ও নানা অনুষ্ঠানের উপস্থিত পরিবেশনা, বক্তৃতা ও আলোচনায় সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উঠে আসে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনী জেলা সমিতি চট্টগ্রামের অভিষেক ও মেধাবৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধনামাজ আদায়কালে মসজিদেই মৃত্যু