বাঙালির প্রাণের উৎসব আজ

পহেলা বৈশাখে নগরে নানা আয়োজন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। অতীতের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামসহ সারা দেশে বরণ করে নেওয়া হবে বাংলা নববর্ষের প্রথম দিনটি।

ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চন্দ্র সন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে। পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা পরিশোধ করতেন এবং পহেলা বৈশাখ জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি আনন্দ উৎসব করতেন। এছাড়া ব্যবসায়ী ও দোকানদার পহেলা বৈশাখে ‘হালখাতা’ করতেন। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে।

জানা গেছে, সিআরবি শিরীষতলা, জেলা শিল্পকলা একাডেমি এবং নগরের চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন এলাকায় বর্ষবরণের নানা আয়োজন রাখা হয়েছে। তবে এবার ডিসি হিলে কোনো আয়োজন থাকছে না। সব প্রস্তুতি সম্পন্ন করলেও গতকাল সন্ধ্যায় ডিসি হিল অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়। এরপর সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠান বাতিল ঘোষণা করে।

এদিকে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা বের হবে। নগরের চট্টেশ্বরী মোড়আলমাস মোড়কাজীর দেউড়ি মোড়এস এস খালেদ রোডপ্রেস ক্লাব ইউটার্নসার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। এছাড়া নগরের শিল্পকলা একাডেমি থেকে আরও একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরের ওয়াসা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে প্রত্যাবর্তন করবে। গতকাল সকালে নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা গেছে, শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি চত্বরে শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৈরি করছেন বর্ণিল রঙে আঁকা নানা প্রতিকৃতি। এর মধ্যে রয়েছে মাছ, ঘোড়া ও মোরগের প্রতিকৃতি, যা থাকবে পহেলা বৈশাখ সকালে বের হওয়া শোভাযাত্রায়।

জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকাল ৮টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান রিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮টা ১০ মিনিটে বৈশাখের শোভাযাত্রা এবং সকাল সাড়ে ৮টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পহেলা বৈশাখ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। নতুন বছরকে বরণ উপলক্ষে সংবাদপত্রগুলোও প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র। রেডিওটিলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

পূর্ববর্তী নিবন্ধনগর পুলিশের চার স্তরের নিরাপত্তা বলয়
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনের পর্যটননির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার