বাঘাইছড়িতে সাড়ে তিন কোটি টাকার নতুন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব প্রকল্প উদ্বোধন করেন।
এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হতদরিদ্র ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, ১৩ লাখ টাকা ব্যয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ৬৫টি সেলাই মেশিন বিতরণ, ১০ লাখ টাকা ব্যয়ে কৃষকদের মাঝে ১০টি পানির পাম্প ও ৩টি পাওয়ার টিলার বিতরণ, ৮০ লাখ টাকা ব্যয়ে কাচালং দাখিল মাদ্রাসার একাডেমি ভবন নির্মাণ, ৮৫ লাখ টাকা ব্যয়ে রক্ষাকালী মন্দির নির্মাণ, ৬০ লাখ ব্যয়ে বাঘাইছড়ি মুখ ধম্মাংকুর বৌদ্ধ বিহার এবং ১ কোটি টাকা ব্যয়ে বাঘাইছড়ি সমাজ কল্যাণ পাঠাগার নির্মাণ প্রকল্প।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খিসা চাকমা, ইউএনও শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলী হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুর শুক্কুর মিঞা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন প্রমুখ।