বাঘাইছড়িতে একে-৪৭ রাইফেলসহ গুলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২টি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল রবিবার ভোররাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফের (মূল) আস্তানায় অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার করে বাঘাইহাট জোন। নিরাপত্তা বাহিনী সুত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদল নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই জায়গায় তল্লাশি চালিয়ে ০২ টি একে-৪৭, ০২ টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ০২টি মোবাইল ও ০৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ইউপিডিএফ বাঘাইছড়ি সমন্বয়ক আরজেন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় ইউপিডিএফ প্রসিত দলের কোন সম্পর্ক নেই। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। কিন্তু এখনও পর্যন্ত থানায় হস্তান্তর করেনি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস উদযাপন
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে উদ্যোক্তা বিষয়ক ওয়েবিনার