বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির। অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি। খবর বাসসের।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদের দিন ছাড়া ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন