বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের ত্রিবার্ষিক সম্মেলন

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পাঠানদন্ডী সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে গত ১১ জুলাই সম্পন্ন হলো বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের ত্রিবার্ষিক সম্মেলন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পাঠানদন্ডী সর্বজনীন দুর্গা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি এড: আশীষ কুমার চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের নির্বাহী সদস্য সুলাল ধর। উপজেলা সংসদের সহ: অর্থ সম্পাদক শিক্ষক অপু কুমার দেবের সঞ্চালনায় সম্মেলনে ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক কান্তি চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মহান অতিথি ছিলেন দোলন দেব।

বিশেষ অতিথি ছিলেন মিশন দত্ত সপু, রুপক কান্তি ঘোষ, প্রদীপ কান্তি চৌধুরী, উৎপল চৌধুরী, দেবব্রত চৌধুরী তাপস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুভাষ দাশ, টিটু দাশ, অনুপ সুশীল, অনিক রক্ষিত, বাবলু দে, সৈকত দে, দোলন দে, রুপক কান্তি নাথ, সজল কান্তি নাথ, পঙ্কজ কান্তি পাল, টিপু মহাজন, বাবলু দাশ, মৃদুল বৈদ্য, মৃদুল দাশ, বিকাশ দাশ ও জুয়েল শীল প্রমুখ।

সম্মেলনে সম্পাদকীয় বক্তব্য পাঠ করেন দেবাশীষ ধর এবং অর্থ প্রতিবেদন প্রদান করেন মিটন দাশ গুপ্ত। এতে উপস্থিত ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সভাপতি রনজিত দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির অধীনস্থ অস্থায়ী শ্রমিকদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার