বাগীশিক কাঞ্চনা সংসদের অভিষেক

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কাঞ্চনা ইউনিয়ন সংসদের অভিষেক ও উদয়ন গীতা শিক্ষা নিকেতনের উদ্বোধনী অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর সাতকানিয়ার মধ্য কাঞ্চনা বিষ্ণু ও দুর্গা মন্দির প্রাঙ্গণে বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের সভাপতি দোলন বিশ্বাসের সভাপতিত্বে অসীম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক লায়ন কৈলাস বিহারী সেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুনীল দত্ত, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক রূপক শীল, সহসাধারণ সম্পাদক রূপন মহাজন, অ্যাড. উৎপল দাশ, বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক রাজীব তালুকদার, সভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক জুয়েল দাশ, উজ্জ্বল ধর, তরুন ধর। শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ডা. সত্যজিৎ ধর। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক পলাশ দাশ।
শপথবাক্য পাঠ করান বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের সভাপতি চন্দন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজুরাছড়িতে নৌকাবাইচ প্রতিযোগিতা