বাগমনিরাম ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ছাত্র জনতার বিপ্লবে ফ্যসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেনো, রক্তে রঞ্জিত জাতীয় ঐক্যে তারা ব্যর্থ হতে বাধ্য। তিনি গতকাল রবিবার নগরীর এম এম আলী সড়ক সংলগ্ন দামপাড়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, শফিক আহমেদ, রফিক সর্দার, খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দোহা, ওবাইদুল হক, নাছির উদ্দীন, সাহাব উদ্দিন, জাহাঙ্গির আলম, জাহাঙ্গীর বাদশা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাদিয়া নাসরীন নিপা, আলতাজ বেগম, আবুল হোসেন, মো. রিপন, মো. মামুন, আনোয়ার হোসেন, দুঃখু মিয়া, মো. পাপ্পু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনীর সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে অভিভাবক ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ