বাগমনিরাম ওয়ার্ডে সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
আয়োজনে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন চসিক প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন। ওয়ার্ড সচিব মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজ, জে আই মাদ্রাসার মোতোয়াল্লি নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা হাজী জসিম মিয়া, মওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, হাফেজ হারুন উর রশীদ, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, রাসেল বাবু, সাহেদ সুমন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল, মামুন আব্দুল্লাহ, আরমান হোসেন হৃদয়, হোসাইন রাহাত প্রমুখ। মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, আত্মশুদ্ধির সিয়াম সাধনার মাস আমাদের জন্য রহমতস্বরূপ। আমাদের নিজেদের সংশোধনের সুযোগকে এই মাসে পরকালের জন্য কাজে লাগাতে হবে।
প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমার এলাকার সম্মানিত মেহমান হচ্ছেন আপনারা। এই মাসের তাৎপর্য মুসল্লিদের মাঝে বেশি বেশি চর্চার মাধ্যমে সমাজে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখেন।