বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়( বাকৃবি) দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি। যার আয়তন ১২শ একরের বেশি। এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে। প্রতিটি অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন কোর্সের ব্যবহারিক ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, যা ক্ষেত্রবিশেষে মূল অনুষদ থেকে অনেক দূরে। বিশেষত এগ্রোনমি মাঠ, হর্টিকালচার মাঠ, ডেয়রী ও পোলট্্ির ফার্মগুলো অনুষদ ও হলগুলো থেকে বেশ দূরে। এজন্য শিক্ষার্থীদের আসা যাওয়া করতে বিভিন্ন যানবাহন যেমন অটো, মিশুক, রিকশা ব্যবহার করতে হয়। এই সুযোগে কিছু অসাধু চালক শিক্ষার্থীদের কাছে থেকে ন্যায্য ভাড়া থেকে বেশি ভাড়া দাবি করে, যা অনেক সময় দ্বিগুণ, তিনগুণ পর্যন্ত হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কখনও কখনও ভাড়া নিয়ে চালকেরা অযাচিত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীদের সাথে। শুধু শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার লোকজনও একই সমস্যার সম্মুখীন হন। সাম্প্রতিক সময়ে যা নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যানবাহন চালক ও শিক্ষার্থীদের সমন্বয় করে যথাযথ ভাড়ার তালিকা প্রণয়ন করলে কোনো উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে না বলে আশা করি। পাশাপাশি শিক্ষার্থীরাও অনেক উপকৃত হবে। তাই এবিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
সুমন গাজী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ