বাকি তিনজনও গ্রেপ্তার

গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড় এলাকায় এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের ঘটনায় গত সোমবার বাকি তিনজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাইফুল ইসলাম, খালেক ও হোসেন। এর আগে ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

পুলিশ জানায়, রিকশা চালকের উপস্থিত বুদ্ধিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গণধর্ষণের শিকার গার্মেন্টসকর্মীকে উদ্ধার ও ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত রোববার রাত ১টা ৫ মিনিটে রিকশা চালক হান্নানের রিকশায় করে এক গার্মেন্টসকর্মী খুলশী থানাধীন জিইসি বাটা গলির সাদিয়া’স কিচেনের সামনে এলে তিন যুবক রিকশার গতি রোধ করে রিকশা যাত্রী ওই গার্মেন্টসকর্মীকে ফ্লাইওভারের নিচে নার্সারির পশ্চিম পাশে অস্থায়ী টং ঘরের ভিতরে নিয়ে আরো তিন যুবকসহ গণধর্ষণ করে।

এ সময় ভিকটিমের আর্তচিৎকার শুনে রিকশা চালক আব্দুল হান্নান অপর এক রিকশা চালকের ফোন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে খুলশী থানার ডিউটিরত মোবাইল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্বার করে এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ ভিকটিমের বক্তব্য গ্রহণ করে তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধসিপিবি জেলা শাখার বিক্ষোভ সমাবেশ