বাকলিয়া থানা বিএনপি সাংগঠনিক পুনর্গঠন টিমের সভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে নগর বিএনপির (কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানা) সাংগঠনিক পুনর্গঠন টিমের প্রস্তুতি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বাকলিয়া থানার তিন ওয়ার্ডের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক আলহাজ্ব এম.এ. আজিজ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সাংগঠনিক পুর্ণগঠন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে বাকলিয়া থানার অধীনে তিনটি ওয়ার্ডকে তিনভাগে বিভক্ত করে প্রতি ওয়ার্ডে তিনটি করে ইউনিট কমিটি গঠন করতে হবে। প্রতি ইউনিটে একশ জন সদস্যকে সদস্য ফরম পূরণ করে এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। কাউন্সিলের মাধ্যমে প্রথমে ইউনিট কমিটি গঠন করা হবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে ওয়ার্ড ও থানা কমিটি। চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বস্থরের নেতাকর্মীকে স্ব স্ব ইউনিটের সদস্য ফরম পূরণ করে প্রাথমিক সদস্য হতে হবে। পরে এই সদস্যদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত হবে। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ূন, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম রাজু, মো. তৈয়ব, ইব্রাহিম বাচ্ছু, সৈয়দ আমিন মাহমুদ, এম আই চৌধুরী মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমরা ক’জন মুজিব সেনা নগর শাখার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমীরসরাই অ্যাসো. চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা