বাকলিয়া সরকারি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসীম উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মাওলা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ভর্তিকৃত প্রায় ৭০০ শিক্ষার্থী অনলাইন ক্লাসে যুক্ত ছিলেন। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবদুল মান্নানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন প্রফেসর নাসরিন আরা দেওয়ান, প্রফেসর রেহেনা আখতার ইয়াছমীন, প্রফেসর জামাল উদ্দীন আহমদ, সহযোগী অধ্যাপক মো. আবুল কাসেম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, প্রসেনজিৎ পাল, সুপর্না বড়ুয়া, মো. শহীদুল হক চৌধুরী, মুহাম্মদ মুনির উদ্দীন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।